প্রকাশিত: Sat, Dec 30, 2023 8:27 PM
আপডেট: Tue, Jul 1, 2025 11:37 PM

[১]মাদক ও ডিজিটাল আসক্তি রোধে দুমকীতে তরুণ প্রজন্মের ব্যাডমিন্টন টুর্নামেন্ট


  রিয়াজুল ইসলাম, দুমকী (পটুয়াখালী): [২] ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল' স্লোগানকে সামনে রেখে মাদক ও ডিজিটাল আসক্তি পরিহার করে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণের লক্ষে পটুয়াখালীর দুমকীতে মাওলানা ভাসানী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করা হয়।  

[৩] উপজেলার দক্ষিন মুরাদিয়ার বড় সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে স্থানীয় তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।  

[৪] শুক্রবার রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় জহিরুল ইসলাম মুন্না'র রেফরিতে 'টু গোল্ডস্টার' ৫ পয়েন্টে 'ওয়ানম্যান আর্মি' দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক দুমকী আউটলেট শাখা'র ব্যবস্থাপক মো. সাইফুর রহমান, সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির শিকদার, সাবেক ইউপি সদস্য মো. ফিরোজ শিকদার রেজা প্রমুখ।  

[৫] তরুণ প্রজন্মের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।